অগ্রণী ব্যাংক লোন ২০২৫ (আপডেট)

অগ্রণী ব্যাংক লোন

Table of Contents

অগ্রণী ব্যাংক লোন

বর্তমান সময়ে আমাদের অনেকের বিভিন্ন প্রয়োজনে লোনের প্রয়োজন হয়। আমাদের দেশে বর্তমান সময়ে লোন প্রদান করে এমন অসংখ্য ব্যাংক রয়েছে। তার মধ্য আমরা হয়তো অনেকেই অগ্রণী ব্যাংকে বেছে নেই। কিন্তু, প্রশ্ন হচ্ছে অগ্রণী ব্যাংক লোন নিলে কেমন সুযোগ সুবিধা পাওয়া যাবে কিংবা অগ্রণী ব্যাংক লোন নিলে উপকৃত হব কিনা এ বিষয়ে জানতে চাইলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

কেননা আমরা আজকের আর্টিকেলটিতে আলোচনা করতে চলেছি অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে। অগ্রণী ব্যাংক বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান এবং এই ব্যাংক থেকে লোন নিলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। চলুন তাহলে আর্টিকেলটিতে জেনে নিব অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সমূহ।

অগ্রণী ব্যাংক থেকে লোন পাওয়ার যোগ্যতা

অগ্রণী ব্যাংক থেকে লোন বা ঋণ সুবিধা পেতে আপনাকে কিছু শর্তাবলী ও নিয়মকানুন মানতে হবে। বাংলাদের অন্যতম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক থেকে লোন পাওয়ার যোগ্যতা নিম্নরূপ-

  • ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  • সর্বনিম্ন ১৮ বছর বয়সী বাংলাদেশী বৈধ নাগরিক হতে হবে।
  • লোন ভেদে প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
  • ব্যাক্তিগত গ্যারান্টার বা জামানত থাকতে হবে।। (সব লোনের জন্য প্রযোজ্য নয়)

অগ্রণী ব্যাংক লোন সমূহ

১) পার্সোনাল লোন, 

২) যেকোন কাজের জন্য লোন, 

৩) মুক্তিযোদ্ধা লোন, 

৪) অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী লোন, 

৫) প্রবাসী লোন, 

৬) স্বল্পমেয়াদী লোন, 

৭) গ্রিন ফাইন্যান্স লোন।

অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন

বাংলাদেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকটি পার্সোনাল লোন সুবিধা প্রদান করে। আপনি যদি একজন বেতনভোগী ব্যক্তি হয়ে থাকেন তবে অগ্রণী ব্যাংক পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন। কোন প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন প্রদান করে থাকে। পার্সোনাল লোনের সুদের হার ৯% এবং মাসিক কিস্তি সুবিধা রয়েছে।

আরও পড়ুন>>>রূপালী ব্যাংক লোন সমূহ

অগ্রণী ব্যাংক পার্সোনাল লোনের শর্তাবলী

  • বেতনভোগী/চাকুরীজীবী ব্যাক্তিরা লোনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
  • সর্বোচ্চ লোনের পরিমাণ ১০ লাখ টাকা।
  • বয়সসীমা নূন্যতম ১৮ ও সর্বোচ্চ ৫৫ বছর।
  • সুদের হার ৯ শতাংশ।
  • ৫ বছর মেয়াদে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য।
  • কোন জামাতন বা সিকিউরিটি প্রয়োজন নেই।

অগ্রণী ব্যাংক যেকোন কাজের জন্য লোন

সাম্প্রতিক বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেড একটি নতুন ঋণ সুবিধা চালু করেছে। যে কোন কাজ সম্পাদানের জন্য লোন অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে ৫ বছরের বা তার বেশি সময় ধরে একটি সেবা প্রদান, ব্যবসায় বা কাজ করতেন এবং পাঁচ বছর আগে সেটি ছেড়ে দিয়েছে। কিন্তু বর্তমানে সেটি আর নেই, কিছু করতে চাইছেন বা পূর্বের কাজটি আবার শুরু করতে চান তাহলে আপনি লোন নিয়ে আবার নতুন কিছু শুরু করতে পারেন।

অগ্রণী ব্যাংক যেকোন কাজের জন্য লোনের শর্তাবলী

  • যেকোন একটি কাজে ৫ বছর একটিভ ছিল এবং ৫ বছর পূর্বে সে কাজটি ছেড়ে দিয়েছে। বর্তমানে করছে না এমন ব্যক্তি।
  • সর্বোচ্চ লোনের পরিমাণ ৫ লক্ষ টাকা।
  • সুদের হার ৯% (পরিবর্তন যোগ্য)
  • ৫ বছর মেয়াদী ও মাসিক কিস্তি সুবিধা।
  • জামানত ও ব্যাক্তিগত গ্যারান্টার।

অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা লোন

অগ্রণী ব্যাংক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করেছে। বাংলাদেশ সকারের গেজেটভুক্ত সকল মুক্তিযোদ্ধা যারা অগ্রণী ব্যাংকের যেকোন শাখা হতে ভাতা বা ভর্তুকি গ্রহণ করে। তবে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী, ছেলে অথবা মেয়ের কোন ছোট ব্যবসায়, আত্মনির্ভরশীল বা অন্য যেকোন চাকরির সাথে সম্পৃক্ত থাকতে হবে।

অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা লোনের শর্তাবলী

  • গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা বাংলাদেশের যেকোন অগ্রণী ব্যাংকের শাখা থেকে সরকারি প্রণোদনা গ্রহণ করে।
  • স্ত্রী, ছেলে বা মেয়েকে কোন পেশার সাথে জড়িত থাকতে হবে।
  • সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকা।
  • সুদের হার ৮ শতাংশ (পরিবর্তন যোগ্য)
  • পরিশোধের সময়কাল ৫ বছর।
  • মাসিক মুক্তিযোদ্ধা ভাতা হতে কিস্তি হিসেবে টাকা কেটে রাখা হবে।

অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী লোন

বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো অগ্রণী ব্যাংকও অবসরপ্রাপ্ত সকারী চাকরিজীবীদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করেছেন। তবে বয়স সীমা সর্বোচ্চ ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। এই ঋণ প্রকল্পের আওতায় একজন অবসরপ্রাপ্ত সকারী চাকরিজীবী সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে।

অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী লোনের শর্তাবলী

অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী লোনের শর্তাবলী নিম্নে তুলে ধরা হলঃ

  • যে কোন সরকারি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী
  • আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৫ বছর বা তার কম।
  • সুদের হার ৯ শতাংশ (পরিবর্তন যোগ্য)
  • ৫ বছর মেয়াদে পরিশোধযোগ্য।
  • সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ সুবিধা।
  • ব্যাক্তিগত গ্যারান্টার প্রয়োজন।

অগ্রণী ব্যাংক প্রবাসী লোন

প্রবাসীদের জন্য বাংলাদেশ অগ্রণী ব্যাংক বিশেষ ঋণ সুবিধা চালু করেছেন। মূলত বিদেশে যেতে ইচ্ছুক এবং বিদেশে একটি বৈধ চাকরির ভিসা পেয়েছে তাদের জন্য এই বিশেষ লোন। যা ১৫ থেকে ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। তাই অন্যান্য লোন থেকে কিছুটা ভিন্ন। বাংলাদেশের নাগরিক ও বৈধ পাসপোর্ট, চাকরির ভিসাধারী, শারীরিকভাবে ফিট এমন ব্যাক্তি এই লোনের আবেদনের যোগ্য বলে বিবেচিত হইবে।

অগ্রণী ব্যাংক প্রবাসী লোন নেওয়ার শর্তাবলী

অগ্রণী ব্যাংক প্রবাসী লোন নেওয়ার শর্তাবলী নিম্নে তুলে ধরা হলঃ

  • আবেদন কারীর বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে।
  • সুদের হার ৯ শতাংশ (পরিবর্তন যোগ্য)।
  • সাধারনত ১৮ থেকে ৪৫ মাসের মধ্যে লোন পরিশোধ করতে হয়।
  • মাসিক কিস্তি সুবিধা রয়েছে যা সেবিংস একাউন্ট থেকে কর্তন করা হবে।
  • ব্যক্তিগত গ্যারান্টার হিসেবে বাবা, মা, ভাই অথবা বোন থাকতে হবে।
  • বৈধ চাকরির ভিসা, পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ, স্মার্ট কার্ড, এয়ার টিকেট, পর্যাপ্ত ট্রেনিং সহ সকল কাজগজ পত্র সম্পূর্ণ ও সঠিক থাকতে হবে।

যারা প্রবাসে রয়েছেন কিংবা প্রবাস থেকে বাংলাদেশ এর অগ্রণী ব্যাংক প্রবাসী লোন গ্রহণ করতে চাইছেন তারাও চাইলে খুবই সহজে গ্রহণ করতে পারবেন। ৫০০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা অগ্রণী ব্যাংক প্রবাসী লোন গ্রহণ করতে পারে।

অগ্রণী ব্যাংক স্বল্পমেয়াদী এসএমই লোন

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেড সল্পমেয়াদী এসএমই লোন প্রদান করে। আপনি যদি একজন ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ী হয়ে থাকেন তবে সর্বোচ্চ তিন লাখ থাকা পর্যন্ত লোন পেতে পারেন।

অগ্রণী ব্যাংক এসএমই লোনের শর্তাবলী

  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বা শিল্প।
  • তিন বছর বা তার বেশি সময় ধরে ব্যবসায়।
  • সুদের হার ৯ শতাংশ।
  • ব্যাক্তিগত গ্যারান্টার।
  • ১৮ থেকে ৬০ বছর বয়স।
  • ঋণ পরিশোধের সময়কাল সর্বোচ্চ দুই বছর।

অগ্রণী ব্যাংক গ্রিন ব্যাংকিং ফাইন্যান্স

গ্রিন ব্যাংকিং হচ্ছে মূলত প্রাকৃতিক সম্পদ অর্জনের জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এক ধরণের ব্যাংকিং ব্যবস্থা। অগ্রণী ব্যাংক সোলার সিস্টেম স্থাপন, বায়ো গ্যাস প্লান্ট নির্মাণ, হাইড্রো পাওয়ার প্লান্ট, এলইডি বাল্ব প্রোডাকশন, সোলার ব্যাটারি প্রসেসিং ইত্যাদি কাজের জন্য এই ধরনের ঋণ দিয়ে থাকে।

অগ্রণী ব্যাংক গ্রিন ব্যাংকিং ফাইন্যান্স লোনের শর্তাবলী

  • মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক/অসমান কিস্তি সুবিধা।
  • সুদের হার ৯ শতাংশ।
  • সহজ লোন প্রসেস।
  • জামানত, ব্যাক্তিগত গ্যারান্টি, কর্পোরেট গ্যারন্টি, পোস্ট ডেটেড চেক প্রয়োজন।
  • পরিবেশ ভিত্তিক প্রযুক্তি স্থাপন, রক্ষণাবেক্ষণ, শিল্প বা ব্যবসায় স্থাপনের জন্য এই ঋণ সুবিধা প্রদান করা হয়।

অগ্রণী ব্যাংক শিক্ষা লোন

অগ্রণী ব্যাংক থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা চাইলে খুবই সহজে অগ্রণী ব্যাংক শিক্ষালোর নিতে পারেন। ১০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত একজন শিক্ষার্থী চাইলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে পারবে।

লেখকের শেষ মতামত

আজকের এই অগ্রণী ব্যাংক লোন আর্টিকেলটির সাহায্যে আপনারা নিশ্চই অগ্রণী ব্যাংক লোন সম্পর্কিত সকল বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করি আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লেগেছে ও আপনাদের অনেক

উপকারে এসেছে। এ ধরনের ব্যাংকিং বিষয়ক আরো আর্টিকেলে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

পিএলসি মানে কি?

Programmable logic controller

অগ্রণী ব্যাংকের মালিক কে?

বাংলাদেশ সরকার।

অগ্রণী ব্যাংক রেমিট্যান্স বোনাস কত?

২.৫%

অগ্রণী ব্যাংক লোন এর সুদের হার কত?

৯-১২%

অগ্রণী ব্যাংক লোন কত বছরের মধ্যে পরিশোধ করতে হয়?

৫ বছর।

অগ্রণী ব্যাংক লোন কত প্রকার?

৭ প্রকার।

অগ্রণী ব্যাংকের সুইফট কোড কত?

AGBKBDDH

অগ্রণী ব্যাংকের রাউটিং নাম্বার কত?

10261697

About Masum Siddique

Professional writer

View all posts by Masum Siddique →

One Comment on “অগ্রণী ব্যাংক লোন ২০২৫ (আপডেট)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *