আইএফআইসি ব্যাংক লোন ২০২৫ (আপডেট)

আইএফআইসি ব্যাংক লোন

আইএফআইসি ব্যাংক লোন

আপনারা অনেকেই আছেন যারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক। তারা এই ব্যাংকে লোন নেওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু আইএফআইসি ব্যাংক লোন সেবা সম্পর্কে বিস্তারিত জানা নেই। আইএফআইসি ব্যাংকের কিন্তু অনেকগুলো খাতে লোন প্রদান করে থাকে। 

বর্তমান সময়ে আমাদের মধ্যে অসংখ্য পরিমাণের মানুষ আইএফআইসি ব্যাংক এর কাস্টমার রয়েছেন। যারা আইএফআইসি ব্যাংকের লোন সেবায় জড়িত আছেন বা লোন নিবেন। সেই আইএফআইসি ব্যাংক সহজ লোন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী।  আইএফআইসি ব্যাংক এর অনেক গুলো সহজ লোন সমূহ গুলো আমাদের জেনে নেওয়াটা জরুরি। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইএফআইসি ব্যাংক পার্সোনাল লোন

আপনার যে কোনও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে আইএফআইসি ব্যাংক ব্যক্তিগত ঋণ দিয়ে থাকে। আপনার যে কোনও ব্যক্তিগত নগদ অর্থের প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটি নমনীয়, দ্রুত এবং ঝামেলা-মুক্ত সমাধান দিয়ে থাকে।

লোনের বৈশিষ্ট্য

  • যে কোনও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে ঋণ সুবিধা।
  • প্রতিযোগিতামূলক সুদের হার।
  • সর্বনিম্ন ঋণ প্রক্রিয়াকরণ ফি।
  • দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ।
  • কোন লুকায়িত চার্জ নেই।

প্রয়োজনীয় কাগজপত্র

ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-

আরও পড়ুন>>> ইস্টার্ন ব্যাংক লোন ২০২৫ (আপডেট)

  • আবেদনকারী এবং জামিনদারের পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  • ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
  • সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন।
  • ৬ মাসের ব্যাংক বিবরণী।
  • স্যালারি সার্টিফিকেট।
  • লিয়েনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

আইএফআইসি ব্যাংক স্যালারি লোন

আইএফআইসি ব্যাংক তার গ্রাহকদের স্যালারি লোন সম্পাদন করতে আপনাকে সহায়তা করবে। তবে তার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হবে।

লোনের বৈশিষ্ট্য

  • লোনের পরিমাণ সর্বনিম্ন ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ১ লক্ষ টাকা।
  • মেয়াদ ১২ মাস থেকে ৬০ মাস সমান মাসিক কিস্তিতে পরিশোধ (ইএমআই)।
  • প্রতিযোগিতামূলক সুদের হার।
  • প্রাথমিক সম্পূর্ণ এবং আংশিক নিষ্পত্তি অনুমোদিত।

প্রয়োজনীয় কাগজপত্র

ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-

  • আবেদনকারী এবং জামিনদারের পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  • ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
  • সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন।
  • ৬ মাসের ব্যাংক বিবরণী।
  • স্যালারি সার্টিফিকেট।

আইএফআইসি ব্যাংক আমার বাড়ি লোন

বাংলাদেশের সকল ক্রেডিট যোগ্য গ্রাহকদের জন্য যারা নতুন বা ব্যবহৃত অ্যাপার্টমেন্ট/ফ্ল্যাট কিনতে চান কিংবা বিদ্যমান ফ্ল্যাট/বাড়ি ইত্যাদি নির্মাণ/সংস্কার/প্রসারিত করতে চান, তাদের বিদ্যমান বাড়ি/ফ্ল্যাট বন্ধক রেখে একটি আকর্ষণীয় ঋণ সুবিধার মাধ্যমে। আইএফআইসি ব্যাংক আমার বাড়ি গৃহ ঋণ দেয়া হয় মাত্র ৪৮ ঘন্টায়।

লোনের বৈশিষ্ট্য

  • ঋণের পরিমাণ ২ কোটি টাকা পর্যন্ত।
  • মেয়াদ: যারা বেতন ভোগী রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বাধিক ২৫ বছর এবং যারা প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বাধিক ২০ বছর ।
  • প্রতিযোগিতামূলক সুদের হার।
  • টেকওভার লোনের জন্য এবং অতিরিক্ত অর্থায়নের জন্য কোন প্রসেসিং ফী নেই।
  • সাধারণ শর্তাদি।
  • দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ।
  • কোনো হিডেন চার্জ নেই।
  • সেমি- পাকা বাড়ি নির্মাণেও লোন প্রাপ্তির সুযোগ।
  • ঋণ প্রাপ্তির দিন থেকেই প্রিমিয়াম ওভারড্রাফট সুবিধা।
  • তুলনামূলক কম খরচে অন্যান্য ঋণ একীভূত করার সুবিধা।
  • নতুন লোন প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম প্রসেসিং ফি।
  • কিস্তি প্রদানে গ্রেস পিরিওডের সুবিধা।

লোনের ফি ও চার্জ

  • সম্পত্তি মূল্য নির্ধারণ চার্জ- সম্পত্তি মূল্যায়নের ০.৫%।
  • সম্পত্তি বন্ধক চার্জ- ৮ হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত।
  • দ্রুত নিষ্পত্তি- বকেয়া লোনের পরিমাণের উপর ১% ফী।
  • সুদের হার সর্বনিম্ন ৮.৭৫% থেকে সর্বাধিক ৯.৫% পর্যন্ত হতে পারে।
  • বিলম্বে পরিশোধ ফি- ৩%।
  • ক্রিয়াকরণ ফী- ১% (টেকওভার লোনের জন্য এবং অতিরিক্ত অর্থায়নের জন্য কোন প্রসেসিং ফী নেই।)
  • ডকুমেন্টেশন ফি- ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫০০ টাকা, ৫ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ১,০০০ টাকা, ২৫ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ২,০০০ টাকা, ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ২,৫০০ টাকা, ১ কোটির উপরে হলে ৩,০০০ টাকা।

নির্বাচিত হওয়ার যোগ্যতা

  • বয়স- ২২ থেকে ৬৫ বছর।
  • সর্বনিম্ন আয়- চাকুরীজীবীদের জন্য ৩৫ হাজার টাকা এবং ব্যবসায়ীদের জন্য ৪০ হাজার টাকা।

আইএফআইসি ব্যাংক ওভারড্রাফট লোন

আইএফআইসি ব্যাংক আমার অ্যাকাউন্টধারীদের জন্য একটি অনন্য লোন সুবিধা প্রদান করে থাকে সেটা হচ্ছে ওভারড্রাফ্ট লোন সুবিধা।

লোনের বৈশিষ্ট্য

  • ক্রেডিট কার্ডের বিকল্প।
  • মাসিক বেতনের তিনগুণ বা ০.৫০ মিলিয়ন টাকা যেটি কম।
  • ১০০% নগদ ক্যাশ উত্তোলন সুবিধা।
  • সকল ভিসা সমর্থিত পিওএস/ এটিএম এ গ্রহণযোগ্য।
  • আইএফআইসি এবং কিউ-ক্যাশ এটিএম/ পিওএস থেকে ফ্রি নগদ ক্যাশ উত্তোলন।
  • সুদ কেবল ব্যবহৃত ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে প্রযোজ্য।
  • কোন প্রাথমিক নিষ্পত্তি ফি নেই।

লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-

  • আবেদনকারী এবং জামিনদারের পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  • ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
  • সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন।
  • ব্যবসায়ীদের জন্য ১২ মাসের এবং অন্যান্য শ্রেণীদের জন্য ৬ মাসের ব্যাংক বিবরণী।
  • সকল ঋণ বিবরণী (সর্বশেষ সর্বনিম্ন ১২ মাস)।
  • স্যালারি সার্টিফিকেট/ট্রেড লাইসেন্স ইত্যাদি।

আইএফআইসি ব্যাংক অটো লোন

আইএফআইসি অটো লোন কোন সুনির্দিষ্ট মাসিক আয়ের শর্তবিহীন একটি লোনের প্যাকেজ। গাড়ি মালিকের অর্থ হ’ল বাইরে যাওয়ার স্বাধীনতা, সময়ানুবর্তিতা, ভ্রমণের সময় বৃষ্টি এবং উত্তাপ থেকে আশ্রয় এবং সর্বোপরি প্রয়োজনীয় সুরক্ষার গ্যারান্টি রয়েছে। 

গাড়ির মালিক হওয়া অনেক লোকের একটি স্বপ্ন। আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন আরও নমনীয়, সাশ্রয়ী মূল্যে এবং সুবিধাজনক প্যাকেজ এ আইএফআইসি ব্যাংক অটো ঋণ দিচ্ছে।

লোনেরমূল বৈশিষ্ট্য

  • ঋণের পরিমাণ ৪০ লক্ষ টাকা পর্যন্ত।
  • মেয়াদ: ১২ মাস থেকে সর্বাধিক ৬০ মাস।
  • প্রতিযোগিতামূলক সুদের হার।
  • মুনাফার হার ১৪.০০%।
  • সাধারণ শর্তাদি।
  • দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ।
  • কোনো হিডেন চার্জ নেই।
  • লোন প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম প্রসেসিং ফি।
  • ঋণ অনুপাত ৬০ : ৩০।
  • অনুমোদন সময়কালঃ ১৫ থেকে ২০ কর্মদিবস।

লোনের ফি ও চার্জ

  • প্রক্রিয়াকরণ ফি- ১%+ভ্যাট।
  • দ্রুত নিষ্পত্তি ফি- ১%+ভ্যাট।
  • বিলম্বে পরিশোধ ফি- ২%+ভ্যাট।

লোন নির্বাচিত হওয়ার যোগ্যতা

  • বয়স- ২২ থেকে ৬৫ বছর।
  • সর্বনিম্ন আয়- চাকুরীজীবীদের জন্য ৩৫ হাজার টাকা এবং ব্যবসায়ীদের জন্য ৪০ হাজার টাকা।

আইএফআইসি ব্যাংক সিকিউরড লোন

আইএফআইসি ব্যাংক সুরক্ষিত ওভারড্রাফ্ট আপনার দ্রুত নগদ অর্থের প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটি নমনীয়, দ্রুত এবং ঝামেলা-মুক্ত সমাধান দিয়ে থাকে।

লোনের বৈশিষ্ট্য

  • ১০০% নগদ সুরক্ষিত ঋণ
  • প্রতিযোগিতামূলক সুদের হার
  • দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ।

প্রয়োজনীয় কাগজপত্র

ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-

  • আবেদনকারী এবং জামিনদারের পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  • ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/বিদ্যুৎ/পানি/পৌরসভার কর ইত্যাদি)।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদাতার ব্যবসায় কার্ড/অফিস আইডি (যদি থাকে)।
  • সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট/ই-টিআইএন।
  • ৬ মাসের ব্যাংক বিবরণী।
  • স্যালারি সার্টিফিকেট।
  • লিয়েনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

আইএফআইসি ব্যাংক যোগাযোগ 

  • ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
  • হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
  • ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
  • অথবা ইমেইল করুনঃ info@ificbankbd.com

লেখকের শেষ মতামত

আপনারা যারা আইএফআইসি ব্যাংক লোন সমূহ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারা উপরোক্তা আলোচনা থেকে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন। তো আপনি যদি আইএফআইসি ব্যাংক লোন নিতে চান সেক্ষেত্রে সরাসরি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে, লোনের জন্য আবেদন করতে পারেন।

আশা করছি আপনি আমার এই পোস্টটি পড়ে আইএফআইসি ব্যাংক লোন সমূহ নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও আইএফআইসি ব্যাংক লোন সমূহ সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।

About Masum Siddique

Professional writer

View all posts by Masum Siddique →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *