জনতা ব্যাংক পার্সোনাল লোন ২০২৫

জনতা ব্যাংক পার্সোনাল লোন

জনতা ব্যাংক পার্সোনাল লোন নিতে পারবেন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত। নিজের যেকোনো ব্যক্তিগত কাজে খরচ করতে পারবেন এই টাকা। লোন পরিশোধ করা যাবে মাসিক ভিত্তিতে। আরও বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।

জনতা ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের মতো পার্সোনাল লোন প্রদান করা হয়ে থাকে। অন্য যেকোনো ঋণ পরিশোধ করার জন্য, বিয়ের খরচের জন্য, চিকিৎসার জন্য কিংবা নিজের কোনো শখ পূরণ করার জন্য জনতা ব্যাংকে পার্সোনাল লোন আবেদন করতে পারবেন।

পার্সোনাল লোন আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কী কী কাগজপত্র লাগবে, লোন আবেদন করার শর্তসমূহ এবং কিভাবে লোন আবেদন করতে হয় বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

জনতা ব্যাংক পার্সোনাল লোন

জনতা ব্যাংক থেকে ব্যক্তিগত কাজের জন্য পার্সোনাল লোন প্রদান করা হয়ে থাকে। পার্সোনাল লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেয়া যাবে। লোন পরিশোধের মেয়াদ থাকবে সর্বোচ্চ ৮ বছর বা চাকরির মেয়াদকাল (PRL) পর্যন্ত। এছাড়া, চক্রবৃদ্ধি হারে ত্রৈমাসিক ভিত্তিতে আরোপযোগ্য সুদের হার প্রযোজ্য হবে এই লোনের ক্ষেত্রে।

পার্সোনাল লোন নিয়ে নিজের যেকোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। বিয়ের আয়োজন করবে, চিকিৎসার জন্য খরচ করতে, শখের জিনিস ক্রয় করতে বা পূর্বের ঋণ পরিশোধ করতে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। এই লোনের আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং লোনের জন্য যেসব শর্ত রয়েছে তা পূরণ করতে হবে।

জনতা ব্যাংক পার্সোনাল লোন যারা নিতে পারবে

জনতা ব্যাংক থেকে পার্সোনাল লোন কারা নিতে পারবে বা আবেদন করতে পারবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে। পার্সোনাল লোনের জন্য আবেদন করতে যেসব পেশায় নিযুক্ত থাকতে হবে তা তাদের ওয়েবসাইটে উল্লেখ করে দেয়া হয়েছে। নিচে এগুলো উল্লেখ করে দেয়া হলো —

  • যে সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে নিবন্ধিত এবং তাদের সকল নিয়মকানুন অনুসরণ করে, সেই সকল প্রতিষ্ঠানের স্থায়ী কর্মীরা।
  • যারা সরকারী অথবা বেসরকারী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, এবং সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নির্বাহী, কর্মকর্তা অথবা কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন।

এছাড়া, জনতা ব্যাংকের হেল্পসেন্টারে কল করে কিংবা তাদের যেকোনো ব্রাঞ্চে যোগাযোগ করে কারা এই লোনের আবেদন করতে পারবেন তা জেনে নিতে পারবেন। উক্ত পেশায় নিযুক্ত না থাকলে আপনি পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে ভিন্ন ক্যাটাগরির লোনের জন্য আবেদন করতে পারবেন।

জনতা ব্যাংক থেকে হোম লোন, কৃষি লোন, কার লোন, স্টুডেন্ট লোন সহ বেশ কিছু ক্যাটাগরির লোন প্রদান করা হয়। আপনি চাইলে সেসব লোনের জন্য আবেদন করতে পারবেন।

পার্সোনাল লোন নিতে কী কী কাগজপত্র লাগবে

জনতা ব্যাংক পার্সোনাল লোন নিতে কী কী কাগজপত্র লাগবে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। যদিও লোনের ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিন্ন ধরনের কাগজপত্র লাগে। তবে, সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়, নিচে তার একটি তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে।

  • আবেদন ফরম (ব্যাংকের শাখা বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যেতে পারে)
  • জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আয়ের প্রমাণপত্র (যেমন: চাকরিজীবীদের জন্য বেতন সনদ এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ও আয়ের হলফনামা/আয়কর পরিশোধের সনদ)
  • ব্যাংক স্টেটমেন্ট (জনতা ব্যাংকের যেকোনো শাখায় হিসাব থাকলে অগ্রাধিকার দেয়া হবে)
  • ঋণের গ্যারান্টর এর তথ্য ও কাগজপত্র (যদি প্রয়োজন হয়)
  • ই-টিআইএন নম্বরসহ আয়কর পরিশোধের প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
  • অন্যান্য কাগজপত্র যা ব্যাংক কর্তৃক চাওয়া হতে পারে

উপরোক্ত তালিকায় উল্লিখিত কাগজপত্র ছাড়াও ব্যাংক থেকে আপনার নিকট হতে আরও কিছু কাগজপত্র চাইতে পারে। এজন্য, জনতা ব্যাংকের হেল্পসেন্টারে কল করে কিংবা তাদের নিকটস্থ যেকোনো ব্রাঞ্চে যোগাযোগ করার মাধ্যমে কী কী কাগজপত্র লাগবে তা জেনে নিতে পারবেন। অথবা, আপনি কোন ধরনের লোন নিতে চান তা জানালেই তারা কী কী লাগবে তা জানিয়ে দিবে।

Read More>>> অনলাইন মোবাইল লোন বাংলাদেশ ২০২৫ (আপডেট)

জনতা ব্যাংক পার্সোনাল লোনের সুদের হার কত

জনতা ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করলে ৯% সুদের হারে লোনের অর্থ পরিশোধ করতে হবে। অর্থাৎ, সুদের হার ৯.০০%, যা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে প্রযোজ্য এবং পরিবর্তনশীল। আপনি যত টাকা লোন নিবেন, তার উপর ৯% সুদের হার প্রযোজ্য হবে। এছাড়া, সুদের হার হচ্ছে চক্রবৃদ্ধি আকারে।

অর্থাৎ, চক্রবৃদ্ধি হারে আপনাকে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া, ঋণের সুদের হার ত্রৈমাসিক চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পাবে। পার্সোনাল লোন নিতে পারবেন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত। প্রতি মাসে ঋণের অর্থ কিস্তি আকারে পরিশোধ করতে হবে।

জনতা ব্যাংক পার্সোনাল লোন আবেদন

জনতা ব্যাংক হতে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে তাদের নিকটস্থ শাখায় যোগাযোগ করতে হবে। অনলাইনে ঋণের জন্য আবেদন করার প্রক্রিয়া নেই। তাই, আপনার এলাকার জনতা ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।

ব্যাংকের শাখায় যাওয়ার পূর্বে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিন। এছাড়া, আপনি ঋণ পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করুন। ঋণের জন্য যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ইতোমধ্যে উপরে উল্লেখ করে দেয়া হয়েছে। পার্সোনাল লোন আবেদন করার পদ্ধতি নিম্নে আরও বিস্তারিত ধাপে ধাপে উল্লেখ করে দেয়া হয়েছে।

ধাপ ১ – প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ

জনতা ব্যাংক পার্সোনাল লোন আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এজন্য, যেসব কাগজপত্র লাগবে তা সংগ্রহ করুন। কী কী কাগজপত্র লাগবে তা ইতোমধ্যে উপরে উল্লেখ করে দেয়া হয়েছে। এসব কাগজপত্র সংগ্রহ করার পর ফটোকপি করে নিন।

এছাড়া, জনতা ব্যাংকের হেল্পসেন্টারে কল করে কিংবা তাদের ওয়েবসাইট ভিজিট করেও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখে নিতে পারবেন। কাগজপত্র সংগ্রহ করা হয়ে গেলে পরবর্তী ধাপ অনুসরণ করুন।

ধাপ ২ – ঋণের আবেদনপত্র সংগ্রহ ও পূরণ

ঋণ আবেদন করতে চাইলে আবেদন পত্র প্রয়োজন হবে। জনতা ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া, তাদের ব্রাঞ্চে যোগাযোগ করেও ঋণ আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন।

অথবা, তাদের ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে তাদের থেকে আবেদন পত্র নিতে পারবেন। লোন নিতে চাইলে ব্যাংকে কর্মরত যারা আছেন, তারাই আপনার লোন আবেদন ফরমটি পূরণ করে দিবেন। আপনাকে শুরু তথ্য দিতে হবে।

ধাপ ৩ – আবেদনপত্র ও কাগজপত্র জমাদান

আবেদন পত্র পূরণ করার সময় অবশ্যই সঠিক তথ্য দিতে হবে। ফরমটি পূরণ করা হয়ে গেলে আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র ফটোকপি করে সেগুলো লোন আবেদন ফরমের সাথে সংযুক্ত করে ব্যাংকের শাখায় জমা দিন।

যদি ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করে থাকেন, তাহলে তাদেরকে কাগজপত্রগুলো দিলে তারাই সেগুলো সংযুক্ত করবে। যদি কোনো কাগজপত্র মিসিং থাকে, তাহলে তারা আপনাকে জানিয়ে দিবে। এরপর, আবেদনটি সাবমিট করুন।

ধাপ ৪ – যাচাইকরণ ও প্রক্রিয়াকরণ

জনতা ব্যাংক পার্সোনাল লোন আবেদন সাবমিট করার পর ব্যাংক কর্তৃপক্ষ আপনার লোনের আবেদনটি যাচাই করে দেখবে আপনার দেয়া তথ্যগুলো সঠিক কিনা। তারা যাচাই করে যদি দেখে যে আপনি লোন পাওয়ার জন্য যোগ্য, তাহলে আপনার লোনের আবেদনটি অনুমোদন করবে।

এছাড়া, যদি আপনার কাগজপত্রের কমতি থাকে, তাহলে তারা আপনার থেকে আরও কাগজপত্র চেয়ে নিতে পারে। এক্ষেত্রে, তাদেরকে সকল কাগজপত্র একইসাথে জমা দিলে আবেদন প্রক্রিয়া দ্রুত হয়।

ধাপ ৫ – ঋণ অনুমোদন

আপনার দেয়া তথ্য যাচাই করার পর তারা আপনার ঋণ অনুমোদন করবে। অনুমোদন করলে আপনার ব্যাংক হিসাবে তাদের দেয়া ঋণের অর্থ চলে আসবে। এরপর, ব্যাংকের শাখায় যোগাযোগ করে কিংবা যেকোনো এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে জনতা ব্যাংক থেকে পার্সোনাল লোন আবেদন করতে পারবেন এবং ঋণের টাকা নিতে পারবেন।

শেষ কথা

জনতা ব্যাংক পার্সোনাল লোন কী, পার্সোনাল লোন নিতে কী কী লাগে, লোন পাওয়ার যোগ্যতা এবং লোনের আবেদন করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা পার্সোনাল লোন নিতে চাচ্ছেন, তারা জনতা ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন। এছাড়া, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিম্নোক্ত প্রশ্নোত্তর সেকশন দেখতে পারেন।

বিভিন্ন প্রশ্নোত্তর

জনতা ব্যাংক পার্সোনাল লোন সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়?

জনতা ব্যাংক থেকে পার্সোনাল লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পাওয়া যাবে।

জনতা ব্যাংক পার্সোনাল লোনের মেয়াদ কতদিন?

পার্সোনাল লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছর মেয়াদ অথবা চাকুরির মেয়াদকাল(পিআরএল) পর্যন্ত।

জনতা ব্যাংকে লোনের আবেদন করবো কিভাবে?

জনতা ব্যাংক থেকে লোন নিতে চাইলে কোন ক্যাটাগরির লোন নিবেন তা নির্ধারণ করুন। এরপর, নিকটস্থ শাখায় যোগাযোগ করে লোনের জন্য আবেদন করুন।

জনতা ব্যাংকে পার্সোনাল লোনের সুদের হার কত?

পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার ৯% যা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে।

জনতা ব্যাংকে লোনের টাকা কিভাবে পরিশোধ করতে হয়?

মাসিক কিস্তি আকারে জনতা ব্যাংকের লোনের অর্থ পরিশোধ করতে পারবেন।

পার্সোনাল লোন নিতে জামানত লাগবে? 

না। পার্সোনাল লোন নিতে জামানত লাগবেনা। তবে, লোন নেয়ার জন্য একজন গ্যারান্টর লাগবে।

About Masum Siddique

আমি একজন ফিনান্স কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট এবং ডিজিটাল গবেষক, যার ৭ বছরের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের ব্যাংকিং এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ক কনটেন্ট ডেভেলপমেন্টে। আমার লক্ষ্য হলো বাংলাদেশি জনগণকে সঠিক এবং আপডেটেড লোন বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা যাতে তারা তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারে।

View all posts by Masum Siddique →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *