ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন নিতে চাচ্ছেন কিন্তু লোন নেয়ার পদ্ধতি জানেন না? স্যালারি লোন নিতে কী কী লাগে, লোন আবেদন করার পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন এই পোস্টে।
ডাচ বংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন, কার লোন, হোম লোন, স্টুডেন্ট লোন সহ সালারি লোন প্রদান করা হয়ে থাকে। ডাচ বাংলা ব্যাংকে যদি আপনার চাকরির স্যালারি আসে, তাহলে উক্ত ব্যাংক হিসাবে স্যালারি লোন আবেদন করতে পারবেন।
এছাড়া, অন্য কোনো ব্যাংকে যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে, উক্ত অ্যাকাউন্ট এর মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক হতে স্যালারি লোন নিতে পারবেন। স্যালারি লোন নিতে চাইলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। স্যালারি লোন আবেদন পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।জনপ্রিয় পোস্টসমূহ
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন
ডাচ বাংলা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকরা চাইলে সেখানে স্যালারি লোনের জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই। স্যালারি লোনের ক্ষেত্রে গ্রাহক চাইলে অন্য ব্যাংকের স্যালারি হিসাব দেখিয়েও লোন আবেদন করতে পারবে। লোন আবেদন করার মাধ্যমে ৫০ হাজার টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে।
সর্বনিম্ন ১ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর মেয়াদে যে কেউ চাইলে স্যালারি লোনের আবেদন করতে পারবেন। লোনের পরিমাণ এবং মেয়াদের উপর নির্ভর করে লোনের উপর কত শতাংশ সুদের হার আরোপ করা হবে তা নির্ভর করবে।
লোনের পরিমাণ বেশি হলে এবং মেয়াদ কম হলে সাধারণত ইন্টারেস্ট রেট কম হয়। অপরদিকে, মেয়াদ বেশি হলে অনেক সময় সুদের হার বেশি হয়ে থাকে। লোন আবেদন করার সময় এ বিস্তারিত জেনে তবেই আবেদন করতে পারবেন।জনপ্রিয় পোস্টসমূহ
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন নিতে কী কী লাগে, শর্তসমূহ এবং লোন আবেদন করার পদ্ধতি নিম্নে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন কারা পাবে
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন চাইলেই যে কেউ নিতে পারবেনা। তাদের ব্যাংকিং নীতি অনুযায়ী নির্দিষ্ট কিছু পেশার মানুষ স্যালারি লোনের জন্য আবেদন করতে পারবেন। কোন কোন পেশার মানুষরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে —
- ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব কর্মী
- প্রবাসে থাকা বাঙালি কর্মী
- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী
- বিভিন্ন পেশার প্রফেশনাল ব্যক্তি
- সরকারি চাকুরিজীবী ব্যক্তি
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন নিতে কী কী কাগজপত্র লাগে
চাকুরীজীবী যে কেউ চাইলে ডাচ বাংলা ব্যাংক থেকে স্যালারি লোন নিতে পারবেন। স্যালারি লোন নিতে চাইলে ডাচ বাংলা ব্যাংক কিংবা অন্য যেকোনো ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে। স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে লোন আবেদন করার সময়। আরও পড়ুন>>>ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন ২০২৫ (বিস্তারিত তথ্য)জনপ্রিয় পোস্টসমূহ
ডিবিবিএল ব্যাংক স্যালারি লোন আবেদন করতে কী কী কাগজপত্র এবং তথ্য লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
- সঠিকভাবে পূরণ ও স্বাক্ষর করা লোন আবেদনপত্র।
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
- জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের কপি।
- ব্যাংক স্টেটমেন্ট।
- ভিজিটিং কার্ড।
- সচল মোবাইল নাম্বার।
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস ইত্যাদি)।
- ই-টিআইএন অথবা টিআইএন সার্টিফিকেটের কপি।
- পার্সোনাল গ্যারান্টর এর রঙিন ছবি, এনআইডি, ভিজিটিং কার্ড অথবা অফিস আইডি অথবা বিজনেস কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে)।
- নিয়োগকর্তার কাছ থেকে একটি পরিচিতিপত্র। (চাকরির প্রমাণপত্র)
- অফিস আইডি কার্ডের কপি।
- ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র।
উক্ত তালিকায় উল্লিখিত কাগজপত্র ছাড়াও ব্যাংক কর্তৃক আরও কিছু কাগজপত্র চাইতে পারে। তাই, লোন আবেদন করার পূর্বে ব্যাংকে যোগাযোগ করে আরও কী কী কাগজপত্র লাগবে তা জেনে নেয়া উচিত। এতে করে, তারা যেসব কাগজপত্র চাইবে, সেগুলো নিয়ে ব্যাংকে গিয়ে লোন আবেদন সম্পন্ন করা যাবে।
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন নেয়ার শর্ত
স্যালারি লোন আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। এসব শর্ত যদি পূরণ না হয় তাহলে স্যালারি লোনের জন্য আবেদন করতে পারবেন না। ডাচ বাংলা ব্যাংক থেকে স্যালারি লোনের ক্ষেত্রে যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলো নিম্নরূপ —জনপ্রিয় পোস্টসমূহ
- সর্বনিম্ন ঋণের পরিমাণ ৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ ঋণের পরিমাণ ২০,০০,০০০ টাকা । তবে, প্রবাসী বাংলাদেশীদের জন্য এই ঋণের সর্বোচ্চ সীমা ১০,০০,০০০ টাকা।
- ঋণের সর্বনিম্ন মেয়াদ ১২ মাস এবং সর্বোচ্চ মেয়াদ ৬০ মাস পর্যন্ত।
- ঋণ আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং ঋণের মেয়াদ সমাপ্তির সময় সর্বোচ্চ বয়স ৭০ বছর অথবা অবসর গ্রহণের বয়স (যা আগে হয়) হতে হবে।
- বেতনভুক্ত কর্মীদের সর্বনিম্ন ৬ মাস থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ডাচ বাংলা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট থাকলে সর্বনিম্ন মাসিক আয় ৪০,০০০ টাকা হতে হবে। অন্য ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট থাকলে এই ৮০,০০০ টাকা হতে হবে।
উপরোক্ত শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন বা আপনার সাথে এসব বিষয় মানানসই হয়, তবেই Dutch Bangla Bank Salary Loan আবেদন করতে পারবেন। স্যালারি লোন আবেদন করার সময় ব্যাংকে কর্মরত অফিসার আপনাকে এসব বিষয় জানিয়ে দিবেন।
শর্তগুলো মিলে গেলে নিম্নোক্ত আবেদন পদ্ধতি অনুসরণ করে স্যালারি ঋণের জন্য আবেদন করতে পারেন।
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন আবেদন করার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন আবেদন করার জন্য আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেখানে যোগাযোগ করুন। এছাড়া, আপনি চাইলে তাদের যেকোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। ডাচ বাংলা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট থাকলে উক্ত অ্যাকাউন্ট এর পক্ষে স্যালারি লোন নিতে পারবেন।
এজন্য, ব্রাঞ্চে গিয়ে দায়িত্বরত অফিসারকে জানাতে হবে যে আপনি স্যালারি লোন নিতে আগ্রহী। অতঃপর, তারা আপনার স্যালারি অ্যাকাউন্ট আছে কিনা জানতে চাইবে। স্যালারি অ্যাকাউন্ট তাদের ব্যাংকে আছে নাকি অন্য ব্যাংকে আছে তা জানাতে হবে এবং অ্যাকাউন্ট এর স্টেটমেন্ট দিতে হবে।
অতঃপর, তারা আপনাকে স্যালারি লোন নেয়ার শর্তগুলো এবং লোন আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে সেগুলো জানিয়ে দিবে। পাশাপাশি, আপনি কত টাকা লোন নিতে চান এবং কত দিন মেয়াদে লোন নিতে চান সেটিও জিজ্ঞাসা করবে। তারা যেসব তথ্য জানতে চাইবে সবগুলো তথ্য দিতে হবে। আরও পড়ুন>>>বুরো বাংলাদেশ এনজিও লোন পদ্ধতি ২০২৫ (আপডেট)
অতঃপর, স্যালারি লোন আবেদন ফরমটি দায়িত্বরত অফিসারের নিকট হতে পূরণ করে নিতে পারবেন। চাইলে লোন আবেদন ফরমটি তাদের থেকে সংগ্রহ করে আপনি নিজে পূরণ করতে পারেন। ভুল-ত্রুটি এড়ানোর জন্য তাদেরকে সকল তথ্য দেয়ার মাধ্যমে তাদের থেকে পূরণ করে নেয়াই শ্রেয়।
অতঃপর, প্রয়োজনীয় কাগজপত্রগুলো লোন আবেদন ফরমের সাথে ভালো করে সংযুক্ত করে জমা দিন। জমা দেয়ার পর ব্যাংক কর্তৃক আপনার লোন আবেদনের তথ্যগুলো যাচাই করে দেখবে। আপনার স্যালারি হিসাব, কত টাকা লোন নিতে চান, কত বছর মেয়াদে লোন নিতে চান ইত্যাদি তথ্যগুলো যাচাই করে দেখার পর লোন অনুমোদন দেয়া হবে।
লোন অনুমোদন দেয়া হলে ব্যাংক থেকে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অতঃপর, চেকবই ব্যবহার করে কিংবা এটিএম কার্ড ব্যবহার করে অথবা ব্যাংকে যোগাযোগ করে আপনার লোনের অর্থ সহজেই উত্তোলন করে নিতে পারবেন। লোনের অর্থ উত্তোলন করার পর সহজ কিস্তিতে লোনের অর্থ পরিশোধ করতে পারবেন।
শেষ কথা
ডাচ বাংলা ব্যাংক সালারি লোন কত টাকা, স্যালারি লোন নিতে কী কী কাগজপত্র লাগে এবং লোনের শর্ত সহ লোন আবেদন করার পদ্ধতি বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই পোস্টে। স্যালারি লোন সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে নিচে সংযুক্ত প্রশ্নোত্তর সেকশন দেখতে পারেন।
বিভিন্ন প্রশ্নোত্তর (FAQ)
ডিবিবিএল স্যালারি লোন সর্বোচ্চ কত টাকা?
ডিবিবিএল স্যালারি লোন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত নেয়া যাবে। তবে, প্রবাসী বাংলাদেশিরা চাইলে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে।
স্যালারি লোনের মেয়াদ কত দিন?
স্যালারি লোনের মেয়াদ সর্বনিম্ন ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত হয়ে থাকে।
স্যালারি লোনের সুদের হার কত শতাংশ?
স্যালারি লোনের সুদের হার ৯% থেকে ১৪% এর মাঝে হয়ে থাকে। লোনের পরিমাণ এবং মেয়াদের উপর ভিত্তি করে লোনের সুদের হার কমবেশি হয়ে থাকে।