ব্র্যাক ব্যাংক হোম লোন
যাদের ব্র্যাক ব্যাংকে একাউন্ট রয়েছে তারা চাইলে সেই একাউন্টের এগেনেস্টে লোন নিতে পারেন। এই ব্যাংকেও অন্যান্য ব্যাংকের মতো লোন সিস্টেমে প্রকারভেদ রয়েছে। অর্থ্যাৎ বিভিন্ন ক্যাটাগরির লোন নেওয়ার সুযোগ রয়েছে। যেমন ব্র্যাক ব্যাংক হোম লোন, ব্র্যাক ব্যাংক জেনারেল লোন!
কোনো বিপদে-আপদে ব্যাংকের দিক দিয়ে টাকা প্রয়োজনের কথা আসলে শুরুতেই আমাদের মাথায় আসে ব্যাংক লোনের কথা। এক্ষেত্রে বাংলাদেশের জনসাধারণ খুব সহজেই ব্র্যাক ব্যাংক হোম লোন সিস্টেমের সাহায্য নিতে পারে। তবে কিভাবে নেওয়া যাবে এই লোন?
চলুন তবে আজ এমন একটি আর্টিকেলের সাথে পরিচিত হওয়া যাক যে আর্টিকেলটি আপনাকে ব্র্যাক ব্যাংক হোম লোন সম্পর্কিত সকল তথ্য নিশ্চিত করবে।জনপ্রিয় পোস্টসমূহ
আপনাদের মধ্যে অনেকেরি ইচ্ছা থাকে সুন্দর ভাবে একটি বাড়ি বানানোর। কিন্তু টাকার বা আর্থিক সমস্যার কারণে স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছা পূরণ করতে পারে না। তবে ব্র্যাক ব্যাংক হোম লোনের কারণে আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। কারণ ব্র্যাক ব্যাংক বাড়ি বানানোর উপর ভিত্তি করে হোম লোন প্রদান করে থাকে।
ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হোম লোন প্রদান করে থাকে। আর ব্র্যাক ব্যাংকে হোম লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কম ৯% হারে সুদ প্রদান করতে হয়। এছাড়াও ব্র্যাক ব্যাংকের হোম লোন পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২০ বছর প্রদান করে থাকে।
আরও পড়ুন>>> কৃষি ব্যাংক লোন পরিশোধের নিয়মজনপ্রিয় পোস্টসমূহ
ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন নিতে হলে আপানাদের যেসব যোগ্যতা থাকা লাগবে নিচে দেওয়া হলো-
- ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন নিতে হলে সেবা গ্রহীতার বয়সসীমা ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর।
- আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- চাকরিজীবী, ব্যবসায়ী বা স্বনির্ভর পেশাজীবী হতে হবে।চাকরিজীবীদের ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে।
- ব্র্যাক ব্যাংকে লোন নিতে হলে মাসিক ইনকাম সর্বনিম্ন ৩০ হাজার টাকা হতে হবে।
ব্র্যাক ব্যাংক হোম লোন নিতে প্রয়োজনীয় কাগজ
- সর্বশেষ এক বছরের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে।
- ইউটিলিট বিল, যেমন: বিদ্যুৎ বিল, পানি বিল অথবা গ্যাস বিলের ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এর ফটোকপি।
- আপনার সর্বশেষ ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ফটোকপি।
- গ্রাহক যদি কোনো অংশীদার কোম্পানির অংশীদার হয়, তাহলে সে কোম্পানির দলিল।
- নিবন্ধিত মালিকানার চুক্তি।
- আপনি যে পেশায় রয়েছেন তার প্রমাণপত্র।
- বাড়ি নির্মাণ অথবা ফ্ল্যাট কিনার প্রমাণপত্র।
উপরের এ সকল প্রয়োজনীয় কাগজপত্র হোম লোন নিতে হলে সংগ্রহ করতে হবে। তারপর, আপনার নিকটস্থা ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যেতে পারেন বাড়ি তৈরি বা ক্রয় করার জন্য হোম লোন।
আরো পড়ুন>>> ব্র্যাক ব্যাংক লোন আবেদনজনপ্রিয় পোস্টসমূহ
ব্র্যাক ব্যাংক লোন
বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক বা সংস্থা রয়েছে। যেগুলো গ্রাহকদের সহজ কিস্তিতে ৫ হাজার টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। যেমন: আশা, ব্র্যাক, গণমূখী, একটি বাড়ি একটি খামার, বুরো বাংলাদেশ ইত্যাদি। আপনি যেকোন প্রয়োজনে এসব ব্যাংক বা সংস্থা থেকে সহজ কিস্তিতে লোন নিতে পারবেন।
ব্র্যাক ব্যাংক লোন কত প্রকার
অন্যান্য ব্যাংকের মতো ব্র্যাক ব্যাংকেও রয়েছে লোনের প্রকারভেদ। ব্র্যাক ব্যাংক বাংলাদেশে বিভিন্ন প্রকারের লোন প্রদান করে থাকে। লোনের ধরণ বা এই প্রকারভেদ নির্ভর করে সাধারণ কত টাকার লোন নিচ্ছেন, কেনো লোন নিচ্ছেন এবং কোন ধরণের একাউন্টের সাহায্যে লোন নিচ্ছেন তার উপর।
- মোটর লোন
- হোম লোন
- শিক্ষা লোন
- টিচার্স লোন
- স্যালারি লোন
- পার্সোনাল লোন
- সিএমএসএমই লোন।
ব্র্যাক ব্যাংক লোন আবেদন
বর্তমানে ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদনের উপায় হচ্ছে দুটি । প্রথমটি হচ্ছে সরাসরি ভাবে নিকটস্থ ব্র্যাক ব্যাংক অফিসে গিয়ে হোম লোন আবেদন করা এবং দ্বিতীয়টি হচ্ছে অনলাইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদন করা । এখন আমরা জানবো কিভাবে অনলাইনে ব্র্যাক ব্যাংক হোম লোনের আবেদন করা যায় । তাই নিচের স্টেপ গুলো ফলো করুন ।জনপ্রিয় পোস্টসমূহ
আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে এই https://www.bracbank.com/en/applyNow ওয়েবসাইটে ভিজিট করুন ।
- এখন আপনার সামনে চারটি বক্স ওপেন হবে । আপনাকে এক এক করে প্রতিটি বক্স তথ্য দিয়ে পূরণ করতে হবে ।
- প্রথম বক্সে দেখবেন “Apply for” নামক একটি অপশন রয়েছে সেখান থেকে “Choose a product” অপশনে ক্লিক করে “Home Loan” সিলেক্ট করতে হবে।
- এরপরে দ্বিতীয় বক্সে আপনাকে “Name” নামক একটি অপোশন রয়েছে সেখানে আপনার সম্পূর্ণ নাম লিখতে হবে ।
- তৃতীয় বক্সে “Mobile” এর জায়গায় আপনার মোবাইল নাম্বার লিখতে হবে ।
- চতুর্থ বক্সে “Message” এর জায়গায় আপনি কি কারণে ব্র্যাক ব্যাংক হোম লোন নিতে চাচ্ছেন তার বিস্তারিত লিখতে হবে ।
- অতঃপর সব শেষে গুগল ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন ।
ব্যাস, আপাতত আপনার ব্র্যাক ব্যাংক হোম লোন অনলাইন আবেদন শেষ । এখন আপনাকে অপেক্ষা করতে হবে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ কখন আপনাকে ফোন করে । আপনি আবেদনের সময় যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে ২৪ ঘন্টার ভিতরে ব্র্যাক ব্যাংক থেকে আপনাকে কল করে বিস্তারিত জানানো হবে ।
ব্র্যাক ব্যাংক লোন নেওয়ার জন্য কাগজপত্র
পাসপোর্ট সাইজের ছবি: আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে যদি আবেদনকারী মেয়ে হয় তাহলে নিজের ছবিসহ স্বামীর ছবি ও প্রয়োজন হবে।
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি: আবেদনকারী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
আয়ের উৎস বা প্রমাণপত্র: লোন নেওয়ার জন্য আবেদনকারীর আয়ের উৎস কি এবং সেটার প্রমাণ পত্র দিতে হবে। (যেমন বেতনের স্লিপ বা ব্যবসা ডকুমেন্টস)
ব্যবসার ডকুমেন্টস: যদি ব্যবসা করার জন্য লোন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ব্যবসার ডকুমেন্টস জমা দিতে হবে যেমন ব্যবসার রেজিস্ট্রেশন সনদ।
বসবাসের ঠিকানা প্রমাণপত্র: ব্র্যাক ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে ঠিকানা প্রমাণপত্র দিতে হবে সেজন্য আপনি দিতে পারেন যে কোন ইউটিলিটি বিলের কাগজপত্র সেটা হতে পারে বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা যে কোন সরকারি ডকুমেন্ট যেখানে আপনার নাম সহ ঠিকানা লেখা থাকবে।
ব্যাংক স্টেটমেন্ট: লোন নেওয়ার জন্য আবেদনকারীর ৬ মাস বা তার কম সময়ের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।
জামিননামা: ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার জন্য আপনি যে শাখা থেকে ব্যাংক নিবেন সেই এলাকায় একজন স্থায়ী বসবাস করে এরকম মানুষের জামিন নামার প্রয়োজন হবে।
লোনের উদ্দেশ্য: সর্বশেষ আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হল লোনের উদ্দেশ্য কি অর্থাৎ আপনি লোন নেওয়ার পরে সেই লোন নিয়ে কি করবেন সেটার সঠিক বিবরণ দিতে হবে।
তো এই সকল ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে এবং সব কিছু সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন তাহলে সেখানে কর্মরত কর্মকর্তারা সবকিছু বিবেচনা করে আপনাকে লোন প্রদান করবে। তাই লোন নেওয়ার আগে এই সকল ডকুমেন্টস বা কাগজপত্র সংগ্রহ করবেন।
এছাড়াও ব্র্যাক এনজিও থেকে লোন পাওয়ার জন্য আরও বেশ কিছু তথ্য যদি পেতে চান তাহলে ব্র্যাক এনজিওতে কর্মরত কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তাহলে আরো বেশ কিছু আপডেট তথ্য পেয়ে যাবেন। www.brac.net এই ওয়েবসাইটে গেলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন।
ব্র্যাক ব্যাংক লোন সুদের হার
যে ব্যাংক থেকে লোন নেওয়া হোক না কেন লোন নেওয়ার পূর্বে আমাদের মাথায় চিন্তা আসে যে এই ব্যাংক থেকে লোন নিলে সুদের হার কত হবে। তাই আমরা আপনাকে আজকে জানিয়ে দিব আপনি যদি ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে সে ক্ষেত্রে আপনার সুদের হার কত হবে। চলুন তাহলে বিস্তারিত জেনে আসা যাক।
প্রথমত ব্র্যাক ব্যাংকের লোনের সুদের হার কত হবে এটা মূলত নির্ভর করবে আপনি কোন ধরনের লোন নিচ্ছেন অর্থাৎ লোনের উপর ভিত্তি করে। তবে সাধারণত ব্র্যাক ব্যাংক থেকে লোন দিলে সুদের হার হয়ে থাকে ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত। এক্ষেত্রে প্রসেসিং ফি দিতে হয় ২%। ব্র্যাক ব্যাংকে এক এক ধরনের ঋণের জন্য সুদের হার এক এক রকম হতে পারে।
আপনাদের সুবিধার্থে আমরা এগুলো এখন পয়েন্ট আকারে তুলে ধরব। লোন এর উপর নির্ভর করে সুদের হার যেমন হয় তার নিম্নরূপঃ
- পার্সোনাল লোনঃ পার্সোনাল লোন এর ক্ষেত্রে সুদের হার হয়ে থাকে ৯শতাংশ পর্যন্ত।
- হোম লোন বা বাড়ির লোনঃ এক্ষেত্রে সুদের হার হয় ১০শতাংশ পর্যন্ত।
- কার লোনঃ ব্র্যাক ব্যাংক থেকে কেউ যদি নিতে চাই তাহলে এ ক্ষেত্রে সুদের হার ১০ শতাংশ পর্যন্ত হতে পারে।
- ব্যবসায়িক লোনঃ আপনি যদি ব্রাক ব্যাংক থেকে ব্যবসায়ী লোন নিন তাহলে এক্ষেত্রে আপনার সুদের হার ৯ শতাংশ থেকে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।
তবে অনেক সময় বিভিন্ন কারণে ব্র্যাক ব্যাংকের লোনের সুদের হার কম অথবা বেশিও হতে পারে। অনেক সময় আবার লোনের উপর নির্ভর করেও এর সুদের হার নির্ধারিত হয়। তাই আপনি ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার পূর্বে কোন ধরনের লোন নিতে চাচ্ছেন তার সুদের হার সম্পর্কে জেনে নিন।
লেখকের শেষ মতামত
বর্তমান সময়ে এসে বিভিন্ন প্রয়োজনে অনেকেরই ব্রাক ব্যাংক থেকে হোম লোন নিতে হচ্ছে। কিন্তু অনেকেই জানে না কিভাবে ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন পাওয়া যায় এবং লোন নিতে কি কি প্রয়োজন হয় এবং লোন নিলে সুদের হার কত পরবে এ বিষয়গুলো সম্পর্কে। আমি আশা করছি এ বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝে গেছেন।
এই আর্টিকেলটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর্টিকেলটি পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন কিংবা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন। আর হ্যাঁ এ সকল তথ্য সেবা গুলো পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটি। ধন্যবাদ।
ব্র্যাক ব্যাংকের সুদের হার কত?
৯.৫৮%
ব্যাক এর মালিক কে?
স্যার ফজলে হাসান আবেদ।
ব্র্যাক এর পূর্ণরূপ কি?
Bangladesh rural advancement committee.