রূপালী ব্যাংক লোন সমূহ ২০২৫ (আপডেট)

রূপালী ব্যাংক লোন সমূহ

Table of Contents

রূপালী ব্যাংক লোন

বাংলাদেশের স্বনামধন্য ব্যাংকের মধ্যে অন্যতম হচ্ছে রূপালী ব্যাংক। অন্যান্য ব্যাংকের মত রূপালী ব্যাংক লোন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে অন্যান্য ব্যাংকের মত রূপালী ব্যাংক বিভিন্ন ক্যাটাগরি মোতাবেক ব্যাংক লোন প্রদান করে থাকে। যারা ব্যাংক লোন নেওয়ার জন্য ভাবছেন তারা নিঃসন্দেহে রূপালী ব্যাংক থেকে লোন নিতে পারেন। 

এই আর্টিকেলে রূপালী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যা রূপালী ব্যাংকের বিভিন্ন লোন পদ্ধতি সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন। 

রূপালী ব্যাংক মূলত প্রত্যেকটি ক্ষেত্রেই আলাদা আলাদা লোনের সিস্টেম রেখে দিয়েছে।  চাকরিজীবী, কৃষক, ছাত্র থেকে শুরু করে হাউসওয়াইফ পর্যন্ত চাইলে লোন নিতে পারবে। তবে সকলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট এবং বিভিন্ন ধরনের লোনের পরিমাণ নির্বাচন করা রয়েছে। তারা মূলত সেই পরিমাণই অর্থ লোন নিতে পারবে যতটুকু ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে দিতে পারবে। 

তাছাড়া মূলত যারা রূপালী ব্যাংকের কর্মচারী তাদের জন্য রয়েছে স্পেশাল বিভিন্ন ধরনের লোনের সুবিধা এবং সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আলাদা আলাদা রেটের অসাধারণ সিস্টেমের লোন। মূলত যাদের বেতন রূপালী ব্যাংকে হয়ে থাকে তাদের আবার রয়েছে আরেক সিস্টেম। 

তারা চাইলে সহজেই রূপালী ব্যাংকে নিজের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং রূপালী ব্যাংকে পেমেন্ট নিতে পারবেন চাকরির। মূলত সেই চাকরির হিসেবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। 

ধরুন, আপনার বেতন ২০ হাজার টাকা আপনি লোন নিয়েছেন এক লক্ষ টাকা তাহলে প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকার মত কাটা হবে। এভাবে করে সাধারণত ধীরে ধীরে করে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনি সহজে লোন পরিশোধ করতে পারবেন। 

রূপালী ব্যাংক হোম লোন

আজকের এই পোষ্টে রূপালী ব্যাংকের হোম লোন নিয়ে আলোচনা করব। কিভাবে সহজে রূপালী ব্যাংক থেকে হোম লোন পেতে পারবেন, ইন্টারেস্ট কত এবং হোম লোন সম্পর্কে তাদের পলিসি কি এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি যারা নিতে চান এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোষ্টটি হেল্পফুল হবে তাহলে চলুন শুরু করা যাক।

রূপালী ব্যাংক পি এল সি সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণের ব্যবস্থা করেছে। আর এর সুবিধাটি আপনি কয়েকটি ধাপ অতিক্রম করে সহজেই নিতে পারবেন । সারা দেশে বিস্তৃত রূপালী ব্যাংকের যেকোন শাখা অফিস থেকে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। আবার আপনি চাইলে অনলাইনেও আবেদন করতে পারবেন।

প্রথমেই আলোচনা করব কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেনঃ

রূপালী ব্যাংকের ওয়েবসাইট ঘেটে যে তথ্যটি পাওয়া যায় তাতে দেখা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং কার্যালয় শুধুমাত্র স্থায়ী পদের বিপরীতে যারা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন তারাই মূলত এই লোনের আবেদনকারী হিসেবে গণ্য হবেন। 

এছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সদস্য গণ এই নীতি হবে সর্বোচ্চ বয়সসীমা ৫৮ বছর হতে হবে এবং সর্বশেষ যে তথ্য পাওয়া যায় সেটি হলো আবেদনকারীর মাসিক বেতন ভাতা অনলাইন অথবা ইএফটি পদ্ধতির মাধ্যমে আসতে হবে।

রূপালী ব্যাংক লোন (হাম) হিসেবে সর্বোচ্চ আপনি ৫ কোটি টাকার মতো লোন নিতে পারবেন। কিংবা আপনার জমি যতটুকু হবে তার উপর ভিত্তি করে মূলত আপনাকে লোন দেওয়া হবে। তার মানে আপনার যদি ১ কোটি টাকার সম্পত্তি থেকে থাকে তাহলে ১ কোটি টাকা লোন নিতে পারবেন। 

আবার সেই লোন আপনাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শোধ করতে হয়। সাধারণত সিডিউল অনুযায়ী অনেকেই পাঁচ বছরের মধ্যে শোধ করার চিন্তা করে থাকে। সেই শিডিউল অনুযায়ী যদি আপনি শোধ করতে চান রূপালী ব্যাংক হোম লোন তাহলে অবশ্যই আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে রূপালী ব্যাংকের কাছে।

রূপালী ব্যাংক প্রবাসী লোন

রূপালী ব্যাংকের প্রবাসী লোন বাংলাদেশের প্রবাসী কর্মীদের জন্য একটি বিশেষ ঋণ সুবিধা। এই লোনের মাধ্যমে প্রবাসীরা দেশে তাদের পরিবার বা ব্যক্তিগত প্রয়োজনে আর্থিক সহায়তা পেতে পারেন। নিচে এই লোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো:

প্রবাসী লোনের উদ্দেশ্য কি

  • পরিবারের প্রয়োজনে (যেমন: বাড়ি নির্মাণ, সংস্কার, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি)।
  • ব্যবসা বা কৃষি খাতে বিনিয়োগ।
  • ব্যক্তিগত প্রয়োজনে (যেমন: বিয়ে, ভ্রমণ ইত্যাদি)।

প্রবাসী লোনের পরিমাণ

প্রবাসীর আয় এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী সর্বনিম্ন ১ লক্ষ টাকা। এবং সর্বোচ্চ  ৫০ লক্ষ টাকা বা তার বেশি হতে পারে (ব্যাংকের নীতিমালা অনুযায়ী)।

প্রবাসী লোনের সুদের হার

রূপালী ব্যাংকের প্রবাসী লোনের সুদের হার প্রতিযোগিতামূলক এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। বর্তমানে সুদের হার ৭%-১২% পর্যন্ত হতে পারে (ব্যাংকের নীতিমালা পরিবর্তন হতে পারে)।

প্রবাসী লোনের মেয়াদ

সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত (ব্যাংকের শর্ত অনুযায়ী)।

আবেদনকারীর কি কি লাগবে

  • আবেদনকারীকে অবশ্যই বৈধ পাসপোর্ট এবং ভিসা সহ বিদেশে কর্মরত হতে হবে।
  • বিদেশে ন্যূনতম ১-২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ব্যাংকের শর্ত অনুযায়ী)।
  • পাসপোর্ট এবং ভিসার কপি।
  • বিদেশে চাকরির প্রমাণপত্র (নিয়োগপত্র, বেতন স্লিপ ইত্যাদি)।
  • বাংলাদেশে নমিনির জাতীয় পরিচয়পত্র (NID)।
  • টিন সার্টিফিকেট (যদি থাকে)।
  • ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী (প্রয়োজন হলে)।

আবেদনকারীর পরিবারের কোনো সদস্য (যেমন: পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী/স্বামী) নমিনি হিসেবে থাকতে পারে। রূপালী ব্যাংক প্রবাসী লোনের এসকল ক্রাইটেরিয়া মেনে রূপালী ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করে লোন অনুমোদন করবে। লোন অনুমোদিত হলে টাকা আপনার বা নমিনির অ্যাকাউন্টে জমা হবে।

আরও পড়ুন>>> JPMorgan Chase Leadership

রূপালী ব্যাংক পার্সোনাল লোন

পার্সোনাল লোন মানে হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত বিভিন্ন কাজের জন্য অথবা কোন একটি নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য লোন নেওয়া। মনে করুন, আপনি ব্যক্তিগত কোন সমস্যার মধ্যে আছেন মানে আপনার টাকার ঘাটতি রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে রূপালী ব্যাংক থেকে একটি পার্সোনাল লোন এর জন্য আবেদন করে লোন গ্রহণ করতে পারবেন। 

তবে পার্সোনাল লোন গ্রহণ করতে হলে কিন্তু অবশ্যই আপনার ইনকাম সোর্স থাকতে হবে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার বেতন রূপালী ব্যাংকের মধ্যে হতে হবে তা নাহলে আপনি এখান থেকে লোন নিতে পারবেন না। 

আর যদি আপনার বেতন সোনালী ব্যাংকের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোন সমস্যা নেই। আপনি সহজে চাইলে রূপালী ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করতে পারেন। আমি এখন রূপালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার বিস্তারিত প্রক্রিয়া আলোচনা করব । 

রূপালী ব্যাংকে পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা নিচে তুলে ধরা হলঃ 

  • প্রথমত আপনাকে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। 
  • আপনার বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • লোন নিতে গেলে আপনাকে অবশ্যই চাকরিজীবী ব্যবসায়ী এবং পেনশন ভোগী হতে হবে।
  • নূন্যতম আয়ের উৎস থাকতে হবে।
  • আপনার ক্রেডিট রিপোর্ট অবশ্যই ভাল থাকতে হবে।

তো আপনি যদি এই ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করেন তাহলে আপনি লোন এর জন্য আবেদন করতে পারবেন। এবার চলুন আপনার লোনের আবেদন করতে গেলে কি কি ধরনের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। 

রূপালী ব্যাংক পার্সোনাল লোন নিতে কি কি লাগবে ?

  • প্রথমত রূপালী ব্যাংক হতে একটি আবেদন ফরম ব্যাংক থেকে কালেক্ট করবেন, সেই ফর্মটি সম্পূর্ণভাবে ফিলাপ করে তারপর জমা দিবেন।
  • এরপর লাগবে আপনার এন আইডি কার্ডের ফটোকপি।
  • তারপর পাসপোর্ট সাইজের রজ্ঞিন ছবি।
  • আয়ের সনদপত্র (যেমন যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বেতন স্লিপ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়িক আয়ের তথ্য)। 
  • ৩ লাখের উপরে হলে অবশ্যই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে।
  • আপনার জামিনদারদের তথ্য।
  • আপনি যদি এই সমস্ত তথ্য ঠিকভাবে সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ঋণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 

সাধারণত রূপালী ব্যাংকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে নির্ধারণ করা হয়। আপনি কত টাকা লোক পাবেন সেটা সাধারণত আপনার আয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করে। ব্যাংক স্টেটমেন্ট সাধারণত ৬ মাসে লাগে।

রূপালী ব্যাংক স্টুডেন্ট লোন

রূপালী ব্যাংক এর ম্যানেজমেন্ট স্টুডেন্ট লোনের প্রবর্তন করেন। অর্থাৎ, আপনি কিভাবে কিংবা কোন প্রক্রিয়ায় রূপালী ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা স্টুডেন্ট লোন পেতে পারেন, সে সম্পর্কে এই অংশে বিস্তারিত আলোচনা করব। 

 

রূপালী ব্যাংক স্টুডেন্ট লোন কারা নিতে পারবেঃ

  • যারা বিদেশে পড়াশোনা করার জন্য যেতে আগ্রহী।
  • যারা ইতিমধ্যে কোন ইউনিভার্সিটি থেকে ওভার লেটার পেয়েছে।

রূপালী ব্যাংক লোন (স্টুডেন্ট) নিতে যা যা লাগবেঃ

  • এই লোনটি নিতে হলে আপনার অভিভাবকের ( পিতা/মাতার) রূপালী ব্যাংকে জেলা সদর শাখায় একটি অ্যাকাউন্ট চালু থাকতে হবে। উক্ত অ্যাকাউন্টে লোনের টাকা প্রদান করা হবে।
  • আবার আপনি যেই ইউনিভার্সিটিতে পড়তে যাবেন যেখানকার ওভার লেটার ব্যাংকে প্রদান করতে হবে। মোটকথা এই ওভার লেটার মোতাবেক আপনাকে ব্যাংকে লোনের জন্য আবেদন করতে হবে।

রূপালী ব্যাংক এসএমই লোন

রূপালী ব্যাংকের এসএমই লোন (SME Loan) ছোট ও মাঝারি উদ্যোগ (Small and Medium Enterprises) এর জন্য একটি বিশেষ ঋণ সুবিধা। এই লোনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ, মেশিনারি ক্রয়, কাঁচামাল সংগ্রহ বা অন্যান্য ব্যবসায়িক প্রয়োজনে আর্থিক সহায়তা পেতে পারেন। নিচে এই লোন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:

রূপালী ব্যাংক এসএমই লোনের উদ্দেশ্য

  • ব্যবসায়িক সম্প্রসারণ।
  • নতুন ব্যবসা শুরু করা।
  • মেশিনারি, যন্ত্রপাতি বা সরঞ্জাম ক্রয় করা।
  • কাঁচামাল সংগ্রহ করা।
  • দৈনন্দিন ব্যবসায়িক ব্যয় মেটানো।

এসএমই লোনের পরিমাণ কত?

প্রবাসীর আয় এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী সর্বনিম্ন ১ লক্ষ টাকা। এবং সর্বোচ্চ ১ কোটি টাকা বা তার বেশি (ব্যবসার প্রকৃতি এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী)।

এসএমই লোনের সুদের হার কত?

রূপালী ব্যাংকের এসএমই লোনের সুদের হার প্রতিযোগিতামূলক এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হয়। বর্তমানে সুদের হার ৯%-১২% পর্যন্ত হতে পারে (ব্যাংকের নীতিমালা পরিবর্তন হতে পারে)।

এসএমই লোনের মেয়াদ কত?

স্বল্পমেয়াদী: ১ বছর পর্যন্ত।

মধ্য মেয়াদী: ১-৫ বছর পর্যন্ত।

দীর্ঘমেয়াদী: ৫ বছরের বেশি (ব্যবসার প্রকৃতি এবং ব্যাংকের শর্ত অনুযায়ী)।

রূপালী ব্যাংক লোন আবেদনকারীর কি কি লাগবে?

  • আবেদনকারীকে অবশ্যই একটি বৈধ ব্যবসায়িক লাইসেন্স থাকতে হবে।
  • ব্যবসাটি কমপক্ষে ১-২ বছর ধরে চলমান থাকতে হবে (ব্যাংকের শর্ত অনুযায়ী)।
  • ব্যবসায়িক আয় এবং লাভজনকতা সম্পর্কে প্রমাণপত্র জমা দিতে হবে।
  • ব্যবসায়িক লাইসেন্স/ট্রেড লাইসেন্স।
  • টিন সার্টিফিকেট।
  • ব্যবসায়িক ঠিকানা প্রমাণ (যেমন: ইউটিলিটি বিল, রেন্টাল এগ্রিমেন্ট)।
  • ব্যাংক স্টেটমেন্ট (সাধারণত শেষ ৬ মাসের)।
  • আয় ও ব্যয়ের বিবরণী (প্রয়োজন হলে)।
  • পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট)।

এসএমই লোনের জামানত

  • লোনের পরিমাণ এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী জামানত প্রয়োজন হতে পারে। যেমন: জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তির দলিল।
  • ফিক্সড ডিপোজিট (FD)।
  • ব্যবসায়িক যন্ত্রপাতি বা স্টক।

এসএমই লোনের জন্য যেভাবে আবেদন করবেন

  • প্রথমত রূপালী ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 
  • ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করে লোন অনুমোদন করবে।

পরিশেষে আপনার রূপালী ব্যাংক লোন অনুমোদিত হলে টাকা আপনার অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে।

রূপালী ব্যাংক লোন ইন্টারেস্ট রেট

আমাদের বাংলাদেশের সর্বপ্রথম ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় রূপালী ব্যাংক লিমিটেড এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রতিষ্টার পর থেকেই আমাদের এই রূপালী ব্যাংক তার কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিয়েছে এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। সরকারি বাণিজ্যিক এই ব্যাংকটি সকল প্রকার ব্যাংকিং সুবিধা, ডিপিএস, বীমা সেবা প্রদানের সাথে লোন সেবা দিয়ে থাকে। জরুরী মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার জন্য সবচাইতে ভালো একটি ব্যাংক করতে রূপালী ব্যাংক। 

সাধারণ ক্ষেত্রে রূপালী ব্যাংক লোন পরিশোধের ইন্টারেস্ট ৯% হয়ে থাকে। মনে করুন, আপনি ১০ লক্ষ টাকা লোন নিয়েছেন তাহলে আপনাকে দিতে হবে ১০ লক্ষ এবং তার সাথে ৫০ হাজার বেশি। তার মানে আপনাকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাংকের কাছে শোধ করতে হবে। এখানে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে ৫০ হাজার টাকা। এভাবে করে সাধারণত আপনাকে রূপালী ব্যাংকে ইন্টারেস্টিং দিতে হবে। 

লেখকের শেষ কথা

রূপালী ব্যাংক আর তাদের গ্রাহকের স্বপ্ন পূরণের পথে অংশীদার হতে চায়। আপনার যদি স্বপ্ন থাকে বাড়ি সংস্কার করার কিংবা একটি বাড়ি তৈরি করার কিংবা সেক্ষেত্রে রূপালী ব্যাংক লোন(হোম) পদ্ধতি অনুসরণ করে। আপনি রূপালী ব্যাংক থেকে হোম লোন সুবিধা গ্রহণ করুন। অবশ্যই রূপালী ব্যাংক লোন আবেদন করার পূর্বে আপনার হোম লোন পরিশোধ করার সামর্থ্য বিবেচনা করতে হবে।

আজকের এই আর্টিকেলের সাহায্যে নিশ্চই রূপালী ব্যাংক লোন সম্পর্কিত বিভিন্ন জরুরি বিষয়ে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের রূপালী ব্যাংক লোন সম্পর্কিত কোন বিষয়ে জানার থাকে অথবা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।

ধন্যবাদ।।

রূপালী ব্যাংক কি সরকারী ?

হ্যা। রূপালী ব্যাংক সরকারী।

রূপালী ব্যাংকের শাখা কয়টি ?

রূপালী ব্যাংকের ৫৮৬ টি শাখা।

রূপালী ব্যাংকের SWIFT কোড ?

RUPBBDDHRBD

রূপালী ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ?

রূপালী ব্যাংক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

রূপালী ব্যাংক ইন্টারেস্ট রেট কত ?

রূপালী ব্যাংক লোন পরিশোধের ইন্টারেস্ট ৯% হয়ে থাকে।

About Masum Siddique

Professional writer

View all posts by Masum Siddique →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *